মঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ৩টি পদে বৈধ প্রার্থী ১৩ জন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ২৩, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটে যাচাই-বাছাই শেষে ৩টি পদে বৈধ প্রার্থী দাঁড়িয়েছে ১৩ জন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন -২ কক্ষে বিরল,কাহারোল,বীরগঞ্জ ও বোচাগঞ্জ উপজেলা পরিষদ এর মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে বৈধ ঘোষনা করছেন রিটার্নিং অফিসার ও বিজ্ঞ  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম এ তথ্য জানিয়েছেন। মাঠ পর্যায় থেকে পাঠনো তথ্য একীভূত করার পর এ তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: ফজলে এলাহী জানান, ৬ষষ্ঠ উপজেলা নির্বাচনে বীরগঞ্জ উপজেলার  দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ৬ জন। এর কোনো প্রার্থী মধ্যে বাতিল হয়নি। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ৪ জন এবং  মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছিলেন ৩ জন সহ ৩টি পদে মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন ১৩ জন। এ সময় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী, উপজেলা নির্বাচন অফিসার মোছা: আখি সরকারসহ ৩টি পদের প্রার্থী ও প্রস্তাবকারী ও সমর্থককারীগণ। যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থীরা হলেন- বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, মাননীয় সাবেক সংসদ সদস্য, দিনাজপুর-১ আসনের সাবেক সাংসদ সদস্য মো: আমিনুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, সাবেক ছাত্রনেতা, নতুন প্রজম্মের পথ প্রদর্শক মোঃ আবু হুসাইন বিপু,  মোঃ মনোয়ার হোসেন (আ’লীগ), মোঃ ওয়াহেদুজ্জামান বাদশা (আ’লীগ) সাবেক ইউপি চেয়ারম্যান, বিএনপি’র হেভীওয়েট লিডার মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু এবং সাবেক ইউপি চেয়ারম্যান কেএম কুতুব উদ্দিন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মোনায়েম মিয়া (আ’লীগ).ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায় (আ’লীগ) সাবেক ছাত্রনেতা, মোঃ রশিদুল আলম ও শ্রমিক দল নেতা মামুনুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন ও বীরগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের সাবেক কাউন্সিলর অনিতা রানী রায়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার আঁখি সরকার জানান,নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহারের শেষে  প্রতীক বরাদ্দ ২ মে আর এ উপজেলায় ভোটগ্রহণ হবে ২১ মে। তিনি আরও জানান,

বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন এবং ১টি পৌর সভায় মোট ভোটারের সংখ্যা ২৬৫৫৩৫জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৩৩৬৭৫জন এবং মহিলা ভোটার ১৩৮৮৫৯জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত