বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে এলাকাবাসীর উপর মিথ্যা মামলা ও গাড়ি চাপায় প্রাণ -নাশের হুমকি এবং উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঢেপা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় পুরাতন শহীদ মিনার এলাকায় পশ্চিম ভোগডোমার এলাকাবাসী আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডোমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং এলাকাবাসীর উপর মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশ দেলোয়ার হোসেন, মজিবুর, ইউনুস আলী,নজরুল, মঈনু মিয়া বলেন, প্রভাবশালী একটি দুষ্টচক্র
ভোগডোমা ঢেপা নদী থেকে
দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর পাড় ভেঙে এলাকার রাস্তাঘাট, ফসলের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর স্বাভাবিক ধারা ব্যাহত হওয়াসহ পরিবেশের মারাত্মকভাবে ক্ষতি সাধন হতে হচ্ছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন ২০ হাজার মানুষ চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ও ভোগান্তিতে পড়েছে। ইতিপূর্বে একটি শিশুর মৃত্যুসহ বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে।
বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনকারীর পক্ষে ওয়াহেদ আলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।