কাহারোল (দিনাজপুর)প্রতিনিধিঃ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সনাতন পরম্পরা জাগরণে বিংশতি সহস্রাধিক কণ্ঠে পবিত্র শ্রীমদ্ভ গবদ্গীতা পাঠ আগামী ২৭এপ্রিল সকাল ৯টায় রংপুর বিভাগীয় পবিত্র বেদ ও শ্রিমদ্ভ গবদ্গীতা শিক্ষা দান সংঘের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভ‚মি মন্ত্রণালয়, এমপি, মন্ত্রী শ্রী নারায়ণ চন্দ্র চন্দ, ২১শে পদক প্রাপ্ত শিল্পী ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল। সম্মানিত অতিথি থাকবেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ প্রকল্প পরিচালক ( যুগ্ম সচিব) শ্রী সুশান্ত রায়, বিশিষ্ট শিল্প পতি, রাজনীতিবিদ ও সমাজ সেবক শ্রী কালীপদ মজুমদার, অধ্যক্ষ বিবেকানন্দ মিশন সান্তি নিকেতন, ভারত, আহ্বায়ক লক্ষ কণ্ঠে গীতা পাঠ-পশ্চিম বঙ্গ, সরকারি অধ্যাপক, সংস্কৃত বিভাগ, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়, শ্রী কুশল বরণ চক্রবর্তী।