বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় জামিনুর ইসলাম মানিক(৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে বোদা থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, গতকাল রবিবার উপজেলার পাচপীর ইউনিয়নের পাঁচপীর মেনাগ্রাম এর গাদা মাটিতে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। বোদা থানার পুলিশ ঘটনাস্থনে গিয়ে লাশটি উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। এলাকাবাসী সুত্রে জানা যায়, মৃত মানিকদের সাথে জমি জমা দিয়ে বিরোধ চলছিল বুলবুল দের। মৃত মানিক পাচপীর বাজারের নিজ জমিতে ওয়ালটনের সো-রুম দিয়ে ব্যবসা করতো। কে বা কারা মানিককে রাতের আধারে হত্যা করে ফেলে রেখেছে না অন্য কিছু রহস্য লুকিয়ে আছে না এখনও পর্যন্ত জানা যায়নি। এ ব্যাপারে বোদা থানার অফিনার ইনচার্জ সুজন কুমার রায় জানান, এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে আইননানুগ ব্যবসা করা করা হবে। এ রিপোট লেখা পর্যন্ত এ বিষয়ে থানার কোন অভিযোগের খবর পাওয়া যায়নি।