শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমজীবী মানুষের মাঝে মাথার ক্যাপ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ২৬, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ

চলমান তীব্র দাবদাহ ও প্রচÐ গরম থেকে রক্ষায় দিনাজপুরে শ্রমজীবী মানুষের মধ্যে মাথার ক্যাপ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে জীবন বাচাঁতে কাজ করা রক্তদান সমাজ কল্যাণ সংস্থার।
শুক্রবার সকাল থেকে রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দিনাজপুর শহরের হাসপাতাল মোড়, বিভিন্ন সড়কে রিকশাচালক, ভ্যানচালক ও ইজিবাইক চালকসহ পথচারীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরন কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন।
উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর জেনারেল হাসপাতালের ইউনানী মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডাঃ শাহীন আলম রাজ, কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংবাদিক আব্দুর রাজ্জাক, রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত