“সুখাদ্যেগড়ি, সুস্বাস্থ্যের আগামী” পুষ্টিসমৃদ্ধ শহর গড়ার লক্ষ্যে সিনজেন্টা ফাউন্ডেশন ফর সাস্টেইনেবেল এগ্রিকালচার বাংলাদেশ এর সহযোগিতায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রজেক্টের দিনাজপুর বিরল গিরিধরপুর ফারমার্স হাব পরিদর্শন করেন নিউট্রশন ক্লাবের সদস্যগন।
গত মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনব্যাপী প্রকল্পে খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাদ্য আহার পর্যন্ত প্রতিটা ধাপ নিয়ে একে একে কাজ করে যাচ্ছে একটি সু-নির্দৃষ্ট সাপ্লাইচেইনের মাধ্যমে যা পরিদর্শনের জন্য প্রকল্পের নিউট্রশন ক্লাবের মেন্টর, শিক্ষকবৃন্দ ও সদস্যদের নিয়ে এই পরিদর্শন আয়োজন করা হয়। বিরল গিরিধরপুর ফারমার্স হাবের মালিক মো: শাহীনুর ইসলাম এবং নিউট্রিশন ক্লাবের সদস্যদের হাবের আওতায় নিরাপদ উপায়ে উৎপাদিত ফসলের মাঠ পরিদর্শন করেন এছাড়াও তারা চারা ও নিরাপদ উপায়ে পণ্য সরবরাহ ব্যপারে জানতে পারেন।
এদিকে দিনাজপুর পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অফিস প্রাঙ্গণের ২৫ ধরণের উৎপাদিত ফসল দিয়ে তৈরি করা পুষ্টি বাগান নিউট্রশন ক্লাবের মেন্টর, শিক্ষকবৃন্দ ও সদস্যরা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: শেখ জিন্নাহ আল মামুন, সিনজেনটা ফাউন্ডেশন বাংলাদেশের নাইস প্রকল্পের ফিল্ড কোর্ডিনেটর মো: বদরুল আলম, ইএসডিও-নাইস প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রত্যয় চ্যাটাজি, ফিন্যান্স এন্ড এডমিন অফিসার মোঃ হোসেন আলী সাগর, নাইস প্রজেক্টের প্রজেক্ট অফিসার সুবর্না ইসলাম, মোঃ আব্দুল্লাহিল বারী ও মোঃ ইসমাইল হোসেনসহ প্রকল্পের সকল উন্নয়নকর্মীবৃন্দ।
উল্লেখ যে নাইস প্রজেক্টের দিনাজপুরে ২০টি স্কুলের প্রতিটি স্কুলের ২০জন শিক্ষার্থী ও শিক্ষক নিয়ে কমিটি গঠন করে একটি নিউট্রিশন ক্লাব ও একটি গার্ডেন তৈরি করেছেন।