পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোমরাদহ ইউনিয়নে অসহায় দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচীর আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোমরাদহ ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান হিটলার হক। বিতরণ কার্যক্রমে দায়িত্বর টেক অফিসার নির্মল কুমার গোস্বামী , ইউনিয়ন সচিব সাজ্জাদ হোসেন, ভোমরাদহ ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল চক্রবর্তী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম,ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশ, আনছার সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান হিটলার হক জানান, ভি.জি. এফ, কর্মসূচীর আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১ হাজার ৭ শ ৭৯ জন পবিরারের মাঝে ১০ কেজি করে চাল সবাই যেন সঠিকভাবে পায়, সেইভাবে তদারকি করা হচ্ছে।