৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে দিনাজপুরের হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুর উপজেলা পরিষদের আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে।
হাকিমপুর
৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদের আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। হাকিমপুর উপজেলায় ৮০ হাজার ৪৪৩ পুরুষ ও নারী ভোটার গোপন ব্যালোট এর মাধ্যমে ভোট তাদের পছন্দের মার্কাকে ভোট প্রয়োগ করবেন আজ বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে।
এর আগে মঙ্গলবার দুপুর ১টায় হাকিমপুর উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়। প্রিজাইডিং কর্মকর্তারা এসব সামগ্রী সহকারী প্রিজাইডিং অফিসার,পোলিং অফিসারসহ আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যদের নিয়ে নিজ নিজ কেন্দ্রে যায়।
হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণকালে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ কামরুল ইসলাম,হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়,সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম,অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আফতাব হোসেন,সহকারী রিটার্নিং অফিসার শিমুল সরকার, থানার ওসি মোঃ দুলাল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং অফিসার কামরুল ইসলাম জানান, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুন্দর, সুষ্ঠু ও নিরপক্ষ ভাবে ভোট গ্রহনের সকল প্রস্ততি নেয়া হয়েছে। হাকিমপুর উপজেলা পরিষদের নির্বাচনে ইতিমধ্যে ৩৬ টি কেন্দ্রের মধ্যে কিছু কেন্দ্র আমরা ঝুঁকিপূর্ন মনে করে তালিকা তৈরি করেছি। তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৬টি কেন্দ্রে জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্সসহ পুলিশ বাহিনীসহ বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলার কোন অবনতি ঘটবে না বলেও আশা করেন তিনি।
এ উপজেলায় চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন। তারা হলেন টেলিফোন মার্কার প্রাথী বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,মোটরসাইকেল মার্কার প্রাথী সাবেক মেয়র মো: কামাল হোসেন রাজ ও আনারস মার্কার প্রার্থী আমিনুল ইসলাম (অভি)।
ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহর করে নেওয়ায় হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) শাহীনুর রেজা শাহীন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পারুল নাহার বিনা প্রতিদ্ব›দ্বীতায় বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে ৪৪টি কেন্দ্রে আজ বুধবার ৮ মে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পুরুষ ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।
উপজেলা চেয়ারম্যান পদে কাজী শুভ রহমান চৌধুরী আনারস প্রতীকে, মো. সারওয়ার হোসেন মোটর সাইকেল প্রতীকে, মো.তৌহিদুল ইসলাম সরকার টেলিফোন প্রতীক ও এ্যাডভোকেট মো.রবিউল ইসলাম কাপ পিরিচ প্রতীকে নির্বাচন করছেন।
নির্বাচনকে ঘিরে ৪৪টি কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা রয়েছে ৩১০টি। মঙ্গলবারই ভোট কেন্দ্রে ব্যালট বক্স ও ভোটের সরঞ্জামাদি নিয়ে কেন্দ্রে কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাগণসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
এ ব্যাপারে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ঘোড়াঘাট উপজেলার ৪৪টি কেন্দ্রে ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ হয়েছে। এ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতের জন্য ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে ৩ প্লাটুন বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর ৬৫৯জন সদস্য মাঠে কাজ করছেন। এ ছাড়াও তিনি আরও বলেন, বুধবার ভোর ৬টার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ভোটের ব্যালট পাঠানো হবে।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. শাহীনুর আলম জানান, এ উপজেলায় মোট ভোটার সংখ্য ১ লক্ষ ৭ হাজার ৮২ টি। এদের মধ্যে পুুরুষ ভোটারের সংখ্যা ৫৩ হাজার ২১৫ টি নারী ভোটারের সংখ্যা ৫৩ হাজার ৮৬৭ টি।
বিরামপুর
৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদের আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে।
বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও ভাইস চেয়াম্যান (মহিলা) পদে ৪জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।
বিরামপুর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ পারভেজ কবির।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রার্থীরা হলেন,বর্তমান ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, আতাউর রহমান, আব্দুল হাই, মোরশেদ আলম, মোস্তফা কামাল ও সাহেদ আলী সরকার।
এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, আমেনা বেগম, রেবেকা সুলতানা ও খাদিজা বেগম ইতি।