সোমবার , ২৬ ডিসেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াশার সাথে শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুরে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২৬, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ

হিমেল বাতাস আর কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। সকাল কুয়াশার কারণে মহাসড়ক গুলোতে হেডলাইট জ্বালিয়ে বিভিন্ন যানবাহন চালাতে দেখা গেছে।
রবিবার দিনব্যাপী ছিল সুর্য্যরে লুকোচুরি। বিকালের পর থেকে তাপমাত্রা কমার সাথে কনকনে শীত অনুভুত হয়ে বাড়তে থাকে। সন্ধার পরই নামতে থাকে শীতের সাথে কুয়াশা।
এদিকে গতকাল রবিবার দিনাজপুরে তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। আকাশে মেঘের আনাগোনা রয়েছে। হিমালয়ের পাদদেশের উত্তরের এই দিনাজপুর জেলায় চলতি সপ্তাহে বৃষ্টিপাতসহ মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনাসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
এতে নি¤œ আয়ের ও খেটে খাওয়ারা মানুষেরা পড়েছে বিপাকে। শীতের ও কুয়াশায় আলু খেতে রোগ দেখা দিয়েছে বলে কৃষকরা জানান। এদিকে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানায় দিনাজপুর আবহাওয়া অফিস।
ইজিবাইক চালক ফারুক বলেন, প্রতিদিন সকালে ইজিবাইক নিয়ে কাজে বের হই। শুক্রবারসহ গত কয়েকদিন ধরে সকালে যাত্রীদের উপস্থিতি একেবারেই কম। শীতের কারণে মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। আগের থেকে ইনকামও কম হচ্ছে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, প্রতিদিনই কমতে শুরু করেছে এই অঞ্চলের তাপমাত্রা। জেলায় শীত বাড়ছে। শুক্রবার ১২ দশমিক ৫ ডিগ্রি। শনিবার ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে সর্বনিম্ন।
তিনি বলেন, রোববার সকাল ৯টা পর্যন্ত বাতাসের আর্দ্রতা ছিল ৮৫শতাংশ। আকাশে মেঘের আনাগোনা কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রক্তদানে উৎসাহিত করতে দিনাজপুরে মেডিকেল ক্যাম্প

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনাজপুরে প্রমীলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়

হেমন্তের শুরুতে দরজায় কড়া নাড়ছে শীত

হরিপুরে সাপের কামড়ে এক নারীর মৃত্যু

মসজিদে বিস্ফোরণ : কমিটির সভাপতি গ্রেফতার

সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা

রাণীশংকৈল পরীক্ষা কেন্দ্রে পালিয়ে গেল ৭ পরীক্ষার্থী !

হাবিপ্রবিতে “ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন” বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

দিনাজপুরে কয়েকদিনের টানা বর্ষণে আগাম শীতকালীন সবজিসহ ফসলের ক্ষতির আশংকা \ রাস্তাসহ নি¤œাঞ্চলের বাড়ী-ঘরে পানি