শুক্রবার , ১০ মে ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী মামুনুর রহমানের ব্যাপক গণসংযোগ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ১০, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসাবে মো: মামুনুর রহমানের ব্যাপক গণসংযোগ ও প্রচার -প্রচারনা চালিয়েছেন।

শুক্রবার দুপুরে বীরগঞ্জ পৌর শহরের তাজ মহল সিনেমা মোড়, বিজয় চত্বর,দৈনিক বাজারসহ বিভিন্ন এলাকায় তিনি ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচার-প্রচারনা ও সাধারণ জনগনের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ মার্কার মনোনীত প্রার্থী মোঃ মামুনুর রহমান মামুন বলেন, আমি দীর্ঘদিন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত।

ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত করে রাজনীতির সাথে জড়িত রয়েছি। বর্তমানে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বীরগঞ্জ বাস শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি।

বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি শ্রমিক সংগঠনের সাথে জড়িত ও নেতৃত্ব দিচ্ছি, শ্রমিক দলের সক্রিয় সদস্য।

আসন্ন ষষ্ঠ বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।

বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। সেই উন্নয়নের ছোয়া আমাদের এলাকায় ও লেগেছে। এই উন্নয়ন কাজের সাথে উপজেলা পরিষদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে।

আমি আগামী দিনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে বড় পরিসরে যুক্ত হতে পারলে, অনেক কাজ করার সুযোগ থাকবে।

আমি আপনাদের সন্তান, আপনাদেরকে সাথে নিয়েই কাজ করতে চাই।

তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে ভাইস চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও সকলে একটি করে ভোট দিবেন, নির্বাচিত করবেন।

বীরগঞ্জ বাসস্ট্যান্ড মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আহাম্মদ আলী শ্রমিক নেতা মামুনুর রহমানের উড়োজাহাজ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে সকল শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এ সময়, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বীরগঞ্জ বাস শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: মামুনুর রশীদ, ডাক্তার খানা মাঠ মাইক্রোবাস স্ট্যান্ড কমিটির সভাপতি আঃ মতিন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো:শাহিন, উপজেলা রিকশা -ভ্যান চালক ইউনিয়নের সাবেক সভাপতি রাজু ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহত ও ক্ষতিগ্রস্থদের মাঝে আমেরিকা প্রবাসীদের আর্থিক সহায়তা প্রদান

বোচাগঞ্জে ৫ম ফিরোজ্জামান স্মৃতি টি-২০ ক্রিকেট লীগ ও ২য় সানু-মামুন স্মৃতি ভলিবল খেলা

বালিয়াডাঙ্গীতে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা

পঞ্চগড়ে নারীর প্রতি সহিংসতা নিরসনে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা করলেন মুহা: সাদেক কুরাইশী

ঠাকুরগাঁওয়ে মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি বিষয়ে সভা

নব বধুর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৩ শাস্তির দাবীতে পার্বতীপুরে মানববন্ধন

পীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

বীরগঞ্জের শতগ্রাম ইউপিতে প্রচার-প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

প্রার্থী উদ্যোগে পোলিং এজেন্টের ইভিএম বিষয়ে প্রশিক্ষণ