ডেমক্রেসিওয়াচ ত্রৈমাসিক সভায় বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান
সম্প্রীতি ও শান্তি রক্ষায় যুব সমাজকে সম্পৃক্ত
করতে পারলে সমাজ সংস্কার করা সম্ভব হবে
আস্থা নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান বলেছেন, যুব সমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আস্থা যথেষ্ট ভ‚মিকা পালন করতে পারে। নির্বাচনকে সামনে রেখে সুনাগরিক ও সুশাসন সমন্ধে জনগণকে সচেতন করতে হবে। মাদক নিয়ন্ত্রণে আমরা কিভাবে কাজ করতে পারি এব্যাপারে সদস্যদের এগিয়ে আসতে হবে। যুব সমাজ টার্গেটহীন অবস্থায় এগিয়ে যাচ্ছে। এর পরিবর্তন না ঘটালে সমাজে টিকে থাকা মুশকিল হয়ে পড়বে। তাই সম্প্রীতি ও শান্তি রক্ষায় যুব সমাজকে সম্পৃক্ত করতে পারলে সমাজ সংস্কার করা সম্ভব হবে।
শনিবার সুইহারীস্থ এনজিও ফোরাম হলরুমে ডেমক্রেসিওয়াচ দিনাজপুরের আয়োজনে জেলা নাগরিক ফ্লাটফর্ম আস্থার ত্রৈমাসিক সভায় ডেমক্রেসিওয়াচ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ মতিউর রহমান সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন। সূচনা বক্তব্য রাখেন ডেমক্রেসিওয়াচ এর নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ। পূর্ববর্তী মিটিং এর কার্যক্রমগুলো পর্যালোচনা করেন আস্থা নাগরিক প্লাটফর্মের জেলা সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান। পরবর্তীতে ৩ মাসের কাজের পরিকল্পনা, দায়িত্ব বন্টন এবং নিউজ কভারের সম্পর্কে আলোচনা করেন ক্লাস্টার সমন্বয়কারী রেফায়েত আরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল বিশ্বাস, যুগ্ম আহবায়ক তারিকুজ্জামান তারেক, যুগ্ম আহবায়ক আফসানা ইমু, রুবিনা আক্তার, জিনাত রহমান, লায়লা চৌধুরী, এ্যাডঃ সিরাজুম মুনিরা, ইমাম সাদিকুল ইসলাম, মুকিদ হায়দার শিপন, পারুল নাহার, সুশন্না রানী টোপ, আসাদুর রহমান হিমেল, মাহমুদুর রহমান, মোঃ জুয়েল, নুরুল হক, মোঃ ফজলুর রহমান। সভায় সর্বসমম্মতিক্রমে ৪টি টিম গঠন করা হয়। তারা বিভিন্ন স্কুলে এবং জনকোলাহল এলাকায় গিয়ে সচেতনতামূলক কার্যক্রম সম্পাদন করবে।