মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে রবিবার বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল( সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম এর উদ্বোধন ও আলোচনা সভা করেছে উপজেলা হিসাবরক্ষন কার্যালয়। সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে হিসাবরক্ষন কর্মকর্তা মোছাঃ ফাতেমা জোহরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা । এছাড়াও সভায় উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা, বোচাগঞ্জ থানার এস আই মোঃ রাজা, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুনসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলার সকল সরকারী কর্মকর্তা এবং পেনশন ভোগীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ থাকে যে পেনশনারী সেবাসহ সরকারী সকল আর্থিক প্রতিষ্ঠানের সেবা সমুহ দ্রæত এবং সততার সাথে হিসাব রক্ষণ কার্যালয় সমপন্ন করে থাকে।