শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে প্রশিক্ষক/মেন্টরদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয় এ আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: শাহ মুহাম্মদ শরীফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নুর-এ-আলম প্রমুখ।
কর্মশালায় মাদকের ভয়াবহ রূপ তুলে ধরে মাদকমুক্ত সমাজ ও সংস্কৃতি তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ, ছাত্র-ছাত্রীরা মাদকাসক্তির সঙ্গে কীভাবে লড়াই করবে, কীভাবে তাদের পর্যাপ্ত সহায়তা দেওয়া যায় এসব বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষক/মেন্টরদের নিয়ে আলোচনা করেন বক্তারা।৪৫ জন শিক্ষকদের মেন্টর এতে অংশ নেন।