বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ব্র্যাক এর উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে বীরগঞ্জ উপজেলা সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এর সহযোগিতায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মোঃ হাফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. অনিন্দ্য রতন অধিকারী। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা আক্তার বৃষ্টি,উপজেলা সমাজসেবা অফিস সহকারী, সুজালপুর ইউপি চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, নিজপাড়া ইউপি চেয়ারম্যান মো. আনিছুর রহমান আনিস, ভোগনগর ইউপি চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির প্রোগ্রাম ম্যানেজার মানুয়েল হাসদা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, আরজিনা খাতুন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য মো. মনোয়ার ইসলাম, পল্লীশ্রীর প্রোগ্রাম অফিসার শাহিন আক্তারসহ সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোচাগঞ্জ উপজেলার ব্র্যাক শাখার অফিসার মো. নাসিরুল ইসলাম সোন। অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিয়ে নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।