পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বহু বিভাগীয় পুষ্টি সমন্বয় বিষয়ক এক দিন ব্যাপী কর্মশালা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় পুষ্টি সেবা কার্যক্রমের আওতায় উপজেলা উপজেলা স্বাস্থ্য বিভাগ এ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আলমগীর হোসেন। বক্তব্য দেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আব্দুল জব্বার প্রমূখ। কর্মশালায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রনজিত কুমার সিংহ, কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান, উপজেলা সমাজসেবা অফিসার এস এম রফিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক মোশাররফ সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ অংশ নেয়।