বিরল (দিনাজপুর) উপজেলা প্রতিনিধি : দিনাজপুরের বিরলে জেএসকেএস-এর ওয়াই মুভস প্রকল্পের অ্যাচিভমেন্ট সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ঝাঞ্জিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস)-এর প্রকল্পের অ্যাচিভমেন্ট সেলিব্রেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেএসকেএস-এর নির্বাহী পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার বহিৃ শিখা আশা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া বেগম, সমাজসেবা অফিসার আনিছুর রহমান, সমবায় অফিসার হাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এম, এ কুদ্দুস সরকার, ফরক্কাবাদ নূরুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান, কানাইবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহাম্মেদ, প্রকল্প কমকর্তা সাইফুল ইসলাম। এছাড়াও অভিভাবক, জনপ্রতিনিধি, এসপিসিটি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্লান বাংলাদেশের অর্থায়নে প্রকল্পটি এ উপজেলায় কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও জেন্ডার বিষয়ক সহিংসতার উপরে গত ৫ বছর যাবত কাজ করে আসছিলো।