রাত পোহালেই আগামীকাল ২১মে দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ ও কাহারোল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনেন দ্বিতীয় ধাপে দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ ও কাহারোল উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮জন প্রতিদ্ব›িদ্বতা করবেন। আগামীকাল ২১মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিরল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন ৪জন প্রার্থী। ভোটাররা বললেন, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান (আনারস) ও বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় (মোটরসাইকেল এর সাথেই মুল প্রতিদ্ব›িদ্বতা হবে। তবে চেষ্টা চালিয়ে যাবেন চেয়ারম্যান প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল (দোয়াত-কলম)।
এছাড়াও প্রতিদ্বন্দিতা করছেন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী- বিরল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম (টিউবওয়েল), শহরগ্রাম ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান (সাধারণ সদস্য) তোফাজ্জল হোসেন তোফা (মাইক) ও আওয়ামী লীগের কাঞ্চনমোড় আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল হালিম (তালা)। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী-বতর্মান মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা (পদ্ম ফুল), উপজেলা মহিলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সুলতানা ইয়াসমীন রুমন (ফুটবল) ও রাণীপুকুর ইউনিয়নের সাবেক সংরক্ষিত সদস্য তছলিমা বেগম (হাঁস)।
ভোটারদের মতে, বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্ব›িদ্বতা করলেও মূল প্রতিদ্বন্দিতা হবে আওয়ামীলীগ বনাম জাতীয় পার্টির দুই প্রার্থীর মধ্যে।তারা হলেন-বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. জুলফিকার হোসেন (আনারস) এবং আরেকজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী (ঘোড়া)। তবে সাবেক চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ঈগলু (দোয়াত-কলম) ভোটের মাঠে প্রচারণায় পিছিয়ে নেই ।
এছাড়াও প্রতিদ্বন্দিতা করছেন,ভাইস চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান মো. নুর আলম (টিউবওয়েল), সাবেক ভাইস চেয়ারম্যান বীরভদ্র রায় (উড়োজাহাজ), মো. জুলফিকার আলী ভুট্টো (চশমা), মো. শাকিউজ্জামান বাপ্পি (টিয়া পাখি), মো. শাহানুর সেলিম বাবু (হাতুড়ি), হোসেন মোল্লা (তালা), প্রবীর কুমার রায় (মাইক), মো. রেদওয়ানুল করিম রাবিদ (বই)। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান পুতুল রাণী রায় (হাঁস), লায়লা আখতার মোতালেব (ফুটবল) ও আফরোজা বেগম (কলস)।
ভোটারদের মতে, বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্ব›িদ্বতা করলেও ত্রিমুখী লড়াই এর সম্ভাবনা রয়েছে । প্রতিদ্ব›িদ্বতা করবেন-বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. আমিনুল ইসলাম (ঘোড়া), তরুণ প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য আবু হুসাইন বিপু (আনারস),বিএনপি থেকে বহিষ্কৃত জেলা বিএনপির সাবেক উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু (কাপ-পিরিচ)। এই তিনজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে এই উপজেলায় জামাত অনুসারী চেয়ারম্যান প্রার্থী শতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কেএম কুতুব উদ্দিন (দোয়াত-কলম) জয়ের আশাও ধরে রেখেছেন ।
এছাড়াও প্রতিদ্বন্দিতা করছেন,ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্ধী প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মোনায়েম খান (বই), পরিমল কুমার রায় (চশমা), মো. রশিদুল ইসলাম (টিউবওয়েল) ও মো. মামুনুর রহমান (উড়োজাহাজ)। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্ধী প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন- বতর্মান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়শা আক্তার বৃষ্টি (কলস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শাহানাজ পারভীন (ফুটবল) ও অনিতা রায় (হাঁস)।
ভোটারদের মতে, কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। তারা হলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক (দোয়াত-কলম), কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বরদা ভূষণ রায় (আনারস), সদ্য প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকারের ছেলে ও জেলা পরিষদের সাবেক সদস্য আরমান সরকার (মটরসাইকেল), জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন আলম (হেলিকপ্টার), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান স্মৃতি রাণী রায় (ঘোড়া) ও বিশিষ্ট সমাজসেবক মো. পারভেজ হোসেন শাহ (টেলিফোন)।প্রার্থী বেশি থাকায় টানটান উত্তেজনার মধ্যে দিয়ে এই উপজেলায় প্রতিদ্ব›িদ্বতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে ।
এছাড়াও প্রতিদ্বন্দিতা করছেন,ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী হলেন- মো. মাজেদুর রহমান (টিউবওয়েল), মো. আবুল কালাম আজাদ (বৈদ্যুতিক বাল্ব), মো. শফিকুল ইসলাম (মাইক), রঘুনাথ চন্দ্র রায় (টিয়া পাখি), মো. ইসমাইল হোসেন (চশমা) ও আবু রায়হান (তালা)। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী হলেন- মোছা. রাবেয়া পারভীন (কলস), ডলোমনি (পদ্ম ফুল), মৌসুমী আক্তার (প্রজাপতি)।