বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত সদস্যরা কন্ঠভোটের মাধ্যমে সভাপতি-আরিফ আক্তার ও সাধারন সম্পাদক মোঃ রায়হান কবিরসহ ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
২০ ডিসেম্বর মঙ্গলবার রাতে দিনাজপুর জেলা প্রশাকের কার্যালয় চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে জেলা শাখার সভাপতি মোঃ সিদ্দিক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ ফরিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ রহমত আলী, অর্থ সম্পাদক মোঃ আব্দুর রহমান, দিনাজপুর কালেক্টর ইউনিট শাখার সভাপতি মোঃ শুকুর আলী ও জেনারেল হাসপাতাল কর্মচারী ইউনিটের নেতা রায়হান কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সহ-সভাপতি মোঃ গাফফারুল ইসলাম, হাবিপ্রবি ইউনিটের নেতা মোঃ জাহাঙ্গীর আলম, চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সহ-সভাপতি আইনুল হক, কর্মচারী নেতা মোঃ আব্দুল ওয়াহাব, কামরুন নেসা, মোঃ রেজাউল ইসলাম। প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ ফরিদ হোসেন বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা প্রশাসনের প্রতিপক্ষ নই। তাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করে আসছি। ব্রিটিশ সরকারের মত কোন কর্মচারীকে কেউ যদি “দাস” বানানোর চেষ্টা করে তাহলে আমরা সংগঠনের মাধ্যমে তার প্রতিবাদ করব। অন্যায়ভাবে কোন সরকারি কর্মচারীকে হয়রানী বা অপদস্ত করা হয় তাদের জন্য সম্মিলিতভাবে মোকাবেলা করা হবে। দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশনার সভাপতি পদে আরিফ আক্তার ও সাধারন সম্পাদক পদে মোঃ রায়হান কবিরসহ ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ দিনাজপুর জেলা শাখার কমিটির ঘোষনা করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন।