দিনাজপুর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৩তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের জন্য দিনাজপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেল ৪টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক।
প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদদ দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মুরাদ আহমেদ।
প্রস্তুতি সভায় সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা প্রমূখ।
প্রস্তুতি সভায় জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সদর উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক বাবু চৌধুরীসহ সদর উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন।
সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আগামী ৩০ মে শহীদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালনের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়।