কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ.কে.এম ফারুক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি গতকাল ২৬ মে’২৪ রবিবার সকালে কাহারোল উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগনের নেতা কর্মীদের সাথে করে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তার সাথে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আশরাফুল হক মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম, রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশীল চন্দ্র রায়সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।