রাণীশংকৈল প্রতিনিধিঃ- আসন্ন ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি মেয়র কাউন্সিলর সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের সাথে গতকাল শুক্রবার মতবিনিময় সভা করেছে প্রশাসন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইনের সভাপতিত্বে নির্বাচনে আইনশৃঙ্খলা বিষয়ক দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. একে এম কামরুজ্জামান সেলিম।
অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না রাণীশংকৈল সার্কেল এএসপি তোফাজ্জল হোসেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আখিঁ সরকার প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার থানা পরিদর্শক এস এম জাহিদ ইকবাল।
এছাড়াও মেয়র প্রার্থীদের মধ্যে আ’লীগের মোস্তাফিজুর রহমান বিএনপির মাহমুদুন নবী পান্না বিশ্বাস স্বতন্ত্র প্রার্থী আলমগীর সরকার স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসাইনসহ অন্যান্য মেয়র কাউন্সিলর সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা বক্তব্য রাখেন। সভায় পৌরসভার ১০ মেয়র ৩৩ কাউন্সিলর ও ১৩ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীসহ মোট ৫৬ জন প্রার্থী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত রাণীশংকৈল পৌরসভায় মোট গ্রহণ হবে ১৪ ফেব্রুয়ারী মোট ভোটার ১৪ হাজার ৭শত ২ জন।