সোমবার , ২৭ মে ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কাহারোলে ইউ.এন.ও’র কর্ম দক্ষতায় সরকারের উন্নয়ন কাজ দ্রæত গতিতে বাস্তবায়িত হচ্ছে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ২৭, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ

কাহারোল (দিনাজপুর) থেকে সোহাগঃ কাহারোলে ইউ.এন.ও’র কর্ম দক্ষতা ও প্রচেষ্ঠায় সরকারের গৃহিত উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং সরকারি অফিসসহ সর্বক্ষেত্রে ফিরে এসেছে প্রাণচঞ্চল্য। দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম গত ২০২৩ ইং সালে অত্র উপজেলায় যোগ দান করার পর থেকে সরকারী অফিস আদালত, ব্যাংক-বীমা সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ও ফিরে এসেছে কর্মচঞ্চলতা এবং সরকারের গৃহীত উন্নয়ন কাজ গুলো নিয়মিত পরিদর্শন করতে দেখা যাচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড পরিচালনা ক্ষেত্রে তার সম্পৃক্ততা রয়েছে ব্যাপক হারে। খোঁজ নিয়ে জানা গেছে, মোঃ আমিনুল ইসলাম এই উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করার পর থেকে বেশ কিছুদিন ধরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে নিয়মিত ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালন করার পাশা-পাশি সাধারণ জনগনের ভূমি সংক্রান্ত সমস্যা গুলো নিষ্পত্তি ও খাজনা-খারিজ, মিস কেস সহ, সরকারের বাৎসরিক কাঙ্খিত রাজস্ব আদায়ের ক্ষেত্রে সর্বদায় নিরলস ভাবে কাজ করেছেন এবং তিনি সর্বজনীন পেনশন ভাতা সংক্রান্ত বিষয়ে সাধারণ জনগণকে সম্পৃতার ক্ষেত্রে সভা- সেমিনারের পাশাপাশি লিফলেট বিতরণ ও প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়রাম্যানদের মাধ্যমে সার্বজনীন পেনশন ভাতা কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিনি আন্তরিকতার সাথে প্রতিনিয়ত উপজেলা প্রশাসনিক কাজ কর্মের ফাঁকে ফাঁকে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং নির্মানাধীন ব্রীজ কালভার্ট, ৪০ দিনের কর্মসূচী, এডিপি প্রকল্পের কাজ, কাবিখা, টি.আর, জি.আর, ভি.জি.ডি কার্ডের চাল বিতরণ, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার সহ সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ কর্মগুলো সরেজমিন পরিদর্শন অব্যাহত রেখেছেন। সব মিলিয়ে অত্র কাহারোল উপজেলার সরকারী কর্মকান্ড এবং সরকারী অফিস গুলোতে কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করে আসছেন এবং সরকারের বেঁধে দেওয়া সময় সূচি অনুযায়ী অফিসগুলো এখন পুরোদমে কার্যক্রম চলতে দেখা যাচ্ছে। এর ফলে পূর্বের চেয়ে বর্তমানে অফিসগুলোতে দিন দিন তাদের কার্যক্রমে আরো গতিশীল করে তুলছেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম এই উপজেলায় যোগ দান করার পর থেকেই এই উপজেলার জন্য সরকারের গৃহিত উন্নয়ন মূলক কর্মকান্ডের ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসায় এই উপজেলার সরকারী উন্নয়ন ও সাধারণ জনগনের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যাগুলো পর্যায় ক্রমে নিরসনের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন ধরণের প্রদক্ষেপ গ্রহণ করছেন। তিনি তৃণমুল জনসাধারণ থেকে শুরু করে সকল পর্যায়ের জনগনের সমস্যাগুলো চিহ্নিত করে এসব নিরসনের লক্ষে দিবারাত্রি কাজ করে যেতে দেখা যাচ্ছে। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম এর সঙ্গে তার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি গত ০৬ জুলাই ২০২৩ ইং তারিখে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগ দান করার পর থেকে কাহারোল উপজেলায় সরকারী বিভিন্ন কর্মকান্ড গুলো যথাযথ ভাবে দেখা এবং সঠিক ভাবে করার জন্য সর্বদায় চেষ্টা করে আসছি। কোনো প্রকার অন্যায়কে প্রশ্রয় না দিয়ে উপজেলা প্রশাসন পরিচালনা করে আসছি। উপজেলা শিল্পকলা একাডেমি সংস্কার, স্বচ্ছতায় শিক্ষক নিয়োগ সম্পূর্ণ এবং বাংলাদেশ স্কাউটে ঘর সংস্কার-উন্নয়ন কাজ করন। তবে অত্র উপজেলায় আপামর জনসাধারণ ও আপনারা মিডিয়া কর্মীরা আমাকে সরকারের উন্নয়নের ক্ষেত্রে সহযোগীতা করলে আমার পক্ষ থেকে কোনো আন্তরিকতার অভাব হবে না বলে আশা করছি। আমার একার পক্ষে বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব হবে না তা অবশ্যই আপনারা কাহারোলবাসী আমাকে সার্বিক সহযোগীতার হাত বাড়িয়ে দিবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। তিনি আরো জানান, কঠোর অবস্থানের মধ্যদিয়ে বাল্য বিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার চেষ্টা অব্যাহত রয়েছে এবং উপজেলার জনগনের বিভিন্ন সমস্য সমাধানের ক্ষেত্রে যথেষ্ঠ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এব্যাপারেও তিনি সচেতন মহল সহ সকলের সহযোগীতা কামনা করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনমজুর কৃষকের জমির গমক্ষেত ট্রাক্টরের হাল দিয়ে ভেঙ্গে নষ্ট করেছে এক প্রভাবশালী দখলদার

আটোয়ারীতে অ-গ্নিকা-ন্ডে ৮ পরিবারের সাড়ে ৫ লাখ টাকার ক্ষ-তি

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

১০ নভেম্বর দিনাজপুরে দুদিনব্যাপী আন্তর্জাতিক বিএসএসআর সম্মেলন

কাহারোলে মডেল মসজিদের উদ্বোধন

বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র মতবিনিময় ও কমিটির পরিচিতি সভা

প্রায় দুইশ বছরের ঐতিহ্য নিয়ে দিনাজপুরে ঐতিহ্যবাহী চরক পূজায় ভক্তদের মিলন মেলায় পরিনত

নেক্কারজনক ঘটনা ঘটেছে সচিবের কার্যালয়ে -মির্জা ফখরুল

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরে সিকিউরিটি গার্ড নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা