উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মূহুর্তে প্রার্থী ও সমর্থকদের মধ্যে লড়াই জমজমাট হয়ে উঠেছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে আগামী ২৯মে অনুষ্ঠিত হবে দিনাজপুর সদর, চিরিরবন্দর ও খানসামা উপজেলা পরিষদ নির্বাচন। ভোটারদের পক্ষে টানার প্রাণান্তকর চেষ্টায় ব্যস্ত প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তিনটি পদের প্রার্থীরাই সমানতালে প্রচার-প্রচারণা চালিয়েছেন। মাঠে আওয়ামী লীগের প্রার্থীরাই একে অন্যের প্রতিদ্ব›দ্বী। এবার দলীয় প্রতীক না দিয়ে তৃণমূলের জন্য উপজেলা নির্বাচন উন্মুক্ত করা হয়েছে যাতে প্রার্থীর আধিক্যে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়।
দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি প্রার্থীরা হলেন-সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার (মোটরসাইকেল), উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম সোহাগ (আনারস), জেলা পরিষদের সাবেক সদস্য ও পৌর কৃষকলীগের আহŸায়ক ফয়সল হাবিব সুমন (ঘোড়া)।
ভাইস চেয়ারম্যান প প্রতিদ্বন্দি প্রার্থীরা হলেন-দিনাজপুর সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ আহসানুজ্জামান চঞ্চল (চশমা), ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক রীনা কুমারী রায় পারুল (তালা)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি প্রার্থীরা হলেন- সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, মহিলা লীগের মোছাঃ কুলসুম বানু।
চিরিরবন্দরে ৫ চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুনীল কুমার সাহা (দোয়াত-কলম), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক. দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল (হেলিকপ্টার), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় (মোটরসাইকেল),উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য মো.মোস্তাফিজুর রহমান ফিজার (ঘোড়া),সাঁইতাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) মো.মোকারম হোসেন শাহ্ (আনারস)।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন-উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সুমন চন্দ্র দাস (বৈদ্যুতিক বাল্ব),সাংবাদিক মো.জামাল উদ্দিন মুহুরী (তালা), উপজেলা মৎস্যজীবী লীগের আহŸায়ক মো. আব্দুল্লাহ আল মামুন (মাইক)।
এছাড়া সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোছা. লায়লা বানু (প্রজাপতি), উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায় (কলস), মোছা. ওয়াজিদা খাতুন বেবি (ফুটবল) এবং পূর্ণিমা মহন্ত ছবি (পদ্মফুল) লড়াই করছেন।
খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফিউল আযম চৌধুরী লায়ন (হেলিকপ্টার), উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম (মোটরসাইকেল), দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ্ (আনারস), উপজেলা ছাত্রলীগের আহŸায়ক রাকেশ গুহ (ঘোড়া)।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন-বর্তমান ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা (সদ্য বহিষ্কৃত) এটিএম সুজাউদ্দিন লুহিন শাহ্ (উড়োজাহাজ), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান চন্দ্র দাস (তালা), উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক রেজাউল করিম (টিয়াপাখি), যুবনেতা প্রভাষক হাজ্জাজ আল হাদী বড়বাবু (বৈদ্যুতিক বাল্ব) লড়াই করছেন।
এছাড়া সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন-উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোছা. মঞ্জিল আফরোজ পারভীন (কলস),উপজেলা যুব মহিলালীগের সভাপতি পলি রানী রায় (ফুটবল), সাংবাদিক সারমিন রহমান (প্রজাপতি) ও গুলশান জান্নাত সানু (বৈদ্যুতিক পাখা) লড়াই করছেন।