দিনাজপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা পরিষদের সদস্যগণ।
সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক শাকিল আহমেদ কে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পরিষদের নব-নিবাচিত প্যানেল চেয়ারম্যান-১ শাহ নওয়াজ, প্যানেল চেয়ারম্যান-২ আসফাক হোসেন সরকার ও প্যানেল চেয়ারম্যান-৩ মীরা মাহাবুব এর নেতৃত্বে পরিষদের অন্যান্য সদস্যরা।
এরপর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ কে ফুলেল শুভেচ্ছা জানান পরিষদের সদস্যরা। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী পধান মো. জয়নুল আবেদীন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোখলেছুর রহমান, জেলা পরিষদের সদস্য মো. রোকনুজ্জামান, আরমান সরকার, শফিকুল ইসলাম, বিলকিস বেগম, নিপুণ শাহ।