শুক্রবার , ৩১ মে ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে দেড় লক্ষাধিক শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ৩১, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ আগামীকাল শনিবার সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাাস ক্যাম্পেইন। এ দিন পঞ্চগড় জেলায় পাঁচ উপজেলা ও দুই পৌরসভায় এক লাখ ৬৪ হাজার ৩৭৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৯ হাজার ৪৭৫ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৪৪ হাজার ৯শ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে জেলায় হাজার ৭৭টি কেন্দ্রে দুই হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন। এ সময় জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবু, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার বক্তব্য দেন।
ডিএনসি জানায়, দিনাজপুর সদরের পৌর এলাকার পাক পাহাড়পুরে এক বাড়িতে অভিযান চালিয়ে স্টিলের আলমারির নিচে লুকিয়ে রাখা ১০২ পিস ইয়াবাসহ আটক করা হয় রফিকুল ইসলামকে। আরেক অভিযান চালিয়ে বিরল উপজেলার বিজোড়া ইউপির ভগবানপুর এলাকার বাড়িতে ব্যাগের ভিতর লুকিয়ে রাখা ১১বোতল ফেনসিডিল জব্দসহ আটক করা হয় নয়নকে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুরের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর জানান, আটকের পর তাদের বিরুদ্ধে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের চোরাচালান ও বিস্তার রোধে নিয়মিত অভিযান চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও