ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সভা কক্ষের মেঝে ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী প্রেসক্লাবের নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সভা কক্ষের মেঝে ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল।
এসময় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মো. আজিজুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মুক্তার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মানিক সরকার, ফুলবাড়ী প্রেসক্লাবের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোকাররম হোসেন, সদস্য লিটন সরকারসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।
মেঝে ঢালাই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পাঠ করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মো. আজিজুল হক সরকার।