মঙ্গলবার , ৪ জুন ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিরলে নতুন ঘরে উঠতে যাচ্ছেন ৯২ বছর বয়সী ভূমিহীন কামবালা বেওয়া

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ৪, ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে নতুন ঘরে উঠতে যাচ্ছেন ৯২ বছর বয়সী ভূমিহীন কামবালা বেওয়া। আলোচিত এই বৃদ্ধার বাড়ী উপজেলার ৮নং ধর্মপুর ইউপি’র গোদাবাড়ী গ্রামে।
উপজেলা প্রশাসনের একটি সূত্র জানায়, আগামী ২জুন (রোববার) সকাল ১১ টায় আনুষ্ঠানিক ভাবে ভূমিহীন বৃদ্ধা কামবালা বেওয়াকে নব নির্মিত গৃহ হস্তান্তর করবেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এম.পি।
বয়সের ভারে নুয়ে পড়া এই নারী গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণায় নৌকা মার্কায় ভোট চাইতে গিয়ে আলোচনায় উঠে আসেন। তার বাড়ীর পাশে স্থানীয় কালিয়াগঞ্জ বাজারে নৌকা মার্কার পথ সভা চলাকালীণ সময় তিনি শত শত মানুষের ভিড় ঠেলে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত বিরল-বোচাগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নৗ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এম.পি (নৌকা প্রতীক)-এর নিকট গিয়ে প্রার্থীর কাছেই নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। প্রতিমন্ত্রী কিছু বলার আগেই এই বৃদ্ধা তার কাছে থাকা বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি ১০ টাকার নোট বের করে প্রতিমন্ত্রীর হাতে দিয়ে বলেন ”এই টাকাটা রাখেক, নির্বাচনত খরচ করিস”। যেন অন্যরকম স্মরণীয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় ব্যপক ভাবে প্রচার হলে এই নব্বইর্দ্ধো নারী কাম বালা আলোচনায় উঠে আসে। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী হবার পর খালিদ মাহ্মুদ চৌধুরী এম.পি গত ২৮ জানুয়ারী এই মুল্যবান ভোটারের বাড়ীতে ছুটে আসেন। প্রতিমন্ত্রীকে তার বাড়ীতে আসতে দেখে সেদিন যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিলেন গোটা জীবন বঙ্গবন্ধুর আদর্শে চলা এই বৃদ্ধা কাম বালা বেওয়া। সৃষ্টি হয়েছিল এক আবেগঘন পরিবেশের। প্রতিমন্ত্রীকে জড়িয়ে ধরে চাপাস্বরে বিড় বিড় করে বলছিলেন ” তুই মোর বাড়িত আচ্চি বেটা, তোক মুই কুঠে বসিবা দিম। মোর ঘোরত তো বসিবার জাগায় নাই। তুই আগিনা খানত বসেক। এর পর নিজের সন্তানের মত প্রতিমন্ত্রীকে নানা রকম পিঠাপুলি বানিয়ে খাওয়াতে যেমন ব্যস্ত ছিলেন কাম বালা, তেমনি একজন আদর্শিক মায়ের আসনে বসিয়ে শ্রদ্ধাঞ্জলীসহ নতুন কাপড় ও শাল চাদর কাম বালার গায়ে জড়িয়ে দিয়েছিলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি। সেদিনই প্রতিমন্ত্রীর স্বদিচ্ছা ও প্রচেষ্টায় ভুমিহীন কাম বালা বেওয়াসহ তাঁর ছেলেদের মাথা গুজার ঠাঁই নতুন বাড়ীর ভীত স্থাপিত হয়। দৃষ্টি নন্দন এই বাড়ী গুলি এলাকার অনেকে দেখতে আসছে। ইতিমধ্যে নির্মাণ কাজও শেষ হয়েছে। আগামী ২জুন (রোববার) শুভক্ষণে ও শুভলগ্নে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এম.পি’র হাত ধরে ছেলে-ছেলের বৌ, নাতী-নাতনীসহ নতুন গৃহে উঠবেন ভূমিহীন বৃদ্ধা এই কাম বালা বেওয়া। কাম বালা বেওয়ার ৪ ছেলের মধ্যে ১ ছেলে মারা গেছে। এখন ৩ ছেলে ও ১ মেয়ে আছে। স্বামী অনেক আগেই মারা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনাজপুরে অনুর্ধ্ব-১৫ বালকদের কাবাডি ও দাবা প্রতিযোগিতা

ভোক্তা আইনে তিন প্রতিষ্ঠানকে ৩৯হাজার টাকা জরিমানা

রাণীশংকৈলে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সমন্বয় সভা

বীরগঞ্জ পৌর পরিষদকে সংবর্ধনা

ঘোড়াঘাটের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ

হরিপুরে ১৬ ফেব্রুয়ারি পালিত হবে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২

বিএনপি রোডমার্চ এখন ব্যাক মার্চে পরিণত হয়েছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ শাহ-নওয়াজ তালা প্রতিকের ব্যাপক গণ-সংযোগ

হরিপুরে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত