ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় দিনাজপুর জেলার সদর উপজেলায় দিনব্যাপী বালক-বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় সদর উপজেলার ৪টি স্কুলের ৬৪ জন বালক-বালিকা অংশ নেয়।
শনিবার (৮ জুন) দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে সকাল থেকে শুরু হয় প্রতিযোগিতা। এতে চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ, উত্তর গোশাইপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, মানিকপীর উচ্চ বিদ্যালয় ও চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজের মোট ৬৪ জন বালক-বালিকা ক ও খ গ্রæপে ভাগ হয়ে নকআউট পদ্ধতিতে খেলে।
বালিকাদের মধ্যে ক গ্রæপে চ্যাম্পিয়ন হয় চেহেলগাজী স্কুলের তুলি ও আলিয়া এবং রানার্সআপ হয় চেরাডাঙ্গী স্কুলের তাবাসসুম ও অনন্যা। খ গ্রæপে চ্যাম্পিয়ন হয় মানিকপীর স্কুলের রাইসা ও তনুজা এবং রানার্সআপ হয় চেহেলগাজী স্কুলের কৃপা ও শুভশ্রী।
বালকদের মধ্যে ক গ্রæপে চ্যাম্পিয়ন হয় চেহেলগাজী স্কুলের নিলয় ও রাজদ্বীপ এবং রানার্সআপ হয় গোসাইপুর স্কুলের মিসান ও ঈসান। খ গ্রæপে চ্যাম্পিয়ন হয় গোসাইপুর স্কুলের শিহাব ও সানি এবং রানার্সআপ হয় চেহেলগাজী স্কুলেল নিয়াজ ও রাহাত।
এরপর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিরাজুল ইসলাম, চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাকিল আহমেদ। এসময় অংশগ্রহনকারী স্কুলের ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে খেলা শেষে প্রত্যেক গ্রæপে মধ্যে ২ জন চ্যাম্পিয়ন ও ২ জন রানার্সআপ বালক-বালিকাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।