পঞ্চগড় প্রতিনিধি\ অবাধে গাছকাটা বন্ধ, পঞ্চগড় পৌরসভার জলাবদ্ধতা নিরসন এবং পঞ্চগড় জেলা শহরকে পরিবেশবান্ধব শহরে পরিনত করার দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা। গতকাল শনিবার দুপুুরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার ত্রৈমাসিক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাপার সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়ের এ দাবি জানান। এসব দাবি মানা না হলে প্রতিবাদসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।
সংবাদ সম্মেলন জেলা বাপা’র সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়ের বলেন, পঞ্চগড় পৌরসভার জলাবদ্ধতার কারনে অনেকেই বিভিন্ন প্রকার পানিবাহিত রোগবালাই এ ভুগছেন যার উদাহরণ হিসাবে বলা যায় হাসপাতালে আবাসিক রোগীর তিলধারণের জায়গা নেই। হাসপাতালের প্রবেশপথে জলাবদ্ধতার ফলে আগত রোগীদের ভোগান্তির করুণ দশা। বর্ষার শুরুতেই সারাদেশের ন্যায় পঞ্চগড়েও বৃক্ষরোপণের মহাযজ্ঞে সামিল হতে বাপা পঞ্চগড়ে এক হাজার ফলদ, ঔষধি গাছ লাগানোর পরিকল্পনা করেছে উপযুক্ত স্থানে ও বাপা পঞ্চগড় সদস্যদের বাসা বাড়িতে। তিনি অভিযোগ করে বলেন, গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, পঞ্চগড় বন বিভাগ পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় ছয় হাজারের অধিক গাছ কাটার প্রস্তুতি নিয়েছে যা কোন ক্রমেই হতে দেয়া যায় না। বন বিভাগ সংশ্লিষ্ট দপ্তরসহ প্রশাসন ও সরকারকে জানাতে চাই, আমরা বনবিভাগের গাছ কাটার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই, গাছ কেটে ফেলার সিদ্ধান্ত থেকে সরে আসুন অন্যথায় গাছ কেটে ফেলার বনবিভাগের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর আন্দোলন ও কর্মসূচি পালন করতে বাধ্য হবো। এ সময় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সহসভাপতি কাজী মকছেদুর রহমান, সরকার হায়দার উপস্থিত ছিলেন।
এর আগে বাপার সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাজী মহছেদুর রহমান, শহীদুল ইসলাম শহীদ, সরকার হায়দার, মানিক খান, কামরুজ্জামান টুটুল, বাঁধন প্রধান, ইভান, সিগ্ধা খন্দকার নিহা বক্তব্য দেন। বক্তারা পরিবেশে ক্ষতিকর জন্য প্রতিদিন রাতের আঁধারে হোটেল রেস্তোরার বর্জ্য নদীতে ফেলা হচ্ছে, পাথর ভাঙ্গা মেশিন চলছে উম্মুক্ত পরিবেশে, শব্দদুষণ, পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপ্টাস চারার উৎপাদন বন্ধ করার দাবিসহ নানা বিষয় তুলে ধরে বক্তব্য দেন। বক্তারা এসব ইস্যু নিয়ে সচেতনতার পাশাপাশি আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সভাটি সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল।