মঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বাপার সংবাদ সম্মেলন অবাধে গাছকাটা বন্ধ ও পৌরসভার জলাবদ্ধতা নিরসন দাবি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৬, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ অবাধে গাছকাটা বন্ধ, পঞ্চগড় পৌরসভার জলাবদ্ধতা নিরসন এবং পঞ্চগড় জেলা শহরকে পরিবেশবান্ধব শহরে পরিনত করার দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা। গতকাল শনিবার দুপুুরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার ত্রৈমাসিক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাপার সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়ের এ দাবি জানান। এসব দাবি মানা না হলে প্রতিবাদসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।
সংবাদ সম্মেলন জেলা বাপা’র সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়ের বলেন, পঞ্চগড় পৌরসভার জলাবদ্ধতার কারনে অনেকেই বিভিন্ন প্রকার পানিবাহিত রোগবালাই এ ভুগছেন যার উদাহরণ হিসাবে বলা যায় হাসপাতালে আবাসিক রোগীর তিলধারণের জায়গা নেই। হাসপাতালের প্রবেশপথে জলাবদ্ধতার ফলে আগত রোগীদের ভোগান্তির করুণ দশা। বর্ষার শুরুতেই সারাদেশের ন্যায় পঞ্চগড়েও বৃক্ষরোপণের মহাযজ্ঞে সামিল হতে বাপা পঞ্চগড়ে এক হাজার ফলদ, ঔষধি গাছ লাগানোর পরিকল্পনা করেছে উপযুক্ত স্থানে ও বাপা পঞ্চগড় সদস্যদের বাসা বাড়িতে। তিনি অভিযোগ করে বলেন, গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, পঞ্চগড় বন বিভাগ পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় ছয় হাজারের অধিক গাছ কাটার প্রস্তুতি নিয়েছে যা কোন ক্রমেই হতে দেয়া যায় না। বন বিভাগ সংশ্লিষ্ট দপ্তরসহ প্রশাসন ও সরকারকে জানাতে চাই, আমরা বনবিভাগের গাছ কাটার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই, গাছ কেটে ফেলার সিদ্ধান্ত থেকে সরে আসুন অন্যথায় গাছ কেটে ফেলার বনবিভাগের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর আন্দোলন ও কর্মসূচি পালন করতে বাধ্য হবো। এ সময় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সহসভাপতি কাজী মকছেদুর রহমান, সরকার হায়দার উপস্থিত ছিলেন।
এর আগে বাপার সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাজী মহছেদুর রহমান, শহীদুল ইসলাম শহীদ, সরকার হায়দার, মানিক খান, কামরুজ্জামান টুটুল, বাঁধন প্রধান, ইভান, সিগ্ধা খন্দকার নিহা বক্তব্য দেন। বক্তারা পরিবেশে ক্ষতিকর জন্য প্রতিদিন রাতের আঁধারে হোটেল রেস্তোরার বর্জ্য নদীতে ফেলা হচ্ছে, পাথর ভাঙ্গা মেশিন চলছে উম্মুক্ত পরিবেশে, শব্দদুষণ, পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপ্টাস চারার উৎপাদন বন্ধ করার দাবিসহ নানা বিষয় তুলে ধরে বক্তব্য দেন। বক্তারা এসব ইস্যু নিয়ে সচেতনতার পাশাপাশি আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সভাটি সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমানের সাথে কর্মী-সমর্থক ও ভোটারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় প্রার্থীরা

পঞ্চগড়ে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার  মামলা করে বিপাকে ভুক্তভোগি পরিবার

পঞ্চগড়ে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করে বিপাকে ভুক্তভোগি পরিবার

বীরগঞ্জে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

দেশকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল)’র উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে এবং এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা বিষয়ক ইন হাউজ প্রোগ্রাম

কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখায় আন্তর্জাতিক যোগ দিবস পালন

দিনাজপুরে আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে প্যানেল পরিচিতি সভা

আমাদের লাল-সবুজের পতাকা হচ্ছে অসা¤প্রদায়িকতার প্রতীক-এমপি গোপাল

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চালককে জরিমানাকে কেন্দ্র করে ব্রিভ্রান্তি ছড়ানো বিষয়ে, পুলিশ সুপারের প্রেস ব্রিফিং!