বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শৃঙ্খলা ফেরাতে বোচাগঞ্জ থানায় পুলিশের টহল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১৫, ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে টহল দেওয়া শুরু করেছেন পুলিশ সদস্যরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টায় থানার বাইরে কাজ শুরু করেন তারা। রবিবার থেকে থানার ভিতরে ডিউটি করছেন পুলিশ সদস্যরা।
বোচাগঞ্জ থানার পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ডালিম সরকার, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদাসহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
উল্লেখ, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হাসিনা সরকারের পতনের পর বোচাগঞ্জ থানা ভাংচুর করে দুর্বৃত্তরা। এ ছাড়া থানা থেকে কিছু অস্ত্র ও গুলি এবং মালামাল লুট করে তারা। পরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও