বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : করোনায় নতুন সংক্রমণ বাড়লেও দিনাজপুরের বীরগঞ্জে চলছে ঢিলাঢালা লকডাউন। সরকারে বিধিনিষেধ অমান্য করে লকডাউনে বেড়েছে জনসমাগম। দুরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও লকডাউনের আওতামুক্ত পণ্যবাহী ট্রাক ও যানবাহনের পাশাপাশি বিনা বাঁধায় রিক্সা -ভ্যান, পাগলু,সিএনজি,অটোরিক্সা, চার্জার,ট্রাক্টর (টলি),মোটরসাইকেল, কার-মাইক্রোবাস। এসব যানবাহনে নেই কোনো স্বাস্থ্যবিধির বলাই। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজার ও পৌরশহরের বিভিন্ন এলাকা ঘুরে বেশিরভাগ দোকানের একটি পাল্লা খোলা এবং বন্ধ থাকা দোকানের সমানে মালিক অথবা কর্মচারীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ক্রেতা আসলেই তাদের দোকানের ভিতরে নিয়ে সাটার বন্ধ করে চলতে দেখা গেছে বেচাকেনা। অনেকে একটি করে সাটার খোলা রেখে করেছেন বেচাকেনা। তবে উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সেটি বন্ধ হয়। পৌরশহরের দৈনিক কাঁচাবাজার, বলাকা মোড় ও সাপ্তাহিক হাটবাজাগুলোতে দেখা যাচ্ছে জনসমাগম। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলের সঙ্গে সৃষ্টি হচ্ছে যানজট। উপজেলা প্রশাসন ও বীরগঞ্জ থানা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।