চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি\ আওয়ামী ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ও দূর্নীতিবাজ সন্ত্রাসী জনপ্রতিনিধির বিচার ও চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। পরে স্বারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার পক্ষ থেকে সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করিতেছি যে, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় দূর্নীতিবাজ। জনগণের সরকারি টাকা আতœসাৎ করে আওয়ামীলীগ সরকারের সাজানো নির্বাচনে তারা নির্বাচিত হয়েছেন।তাই চিরিরবন্দর উপজেলার ছাত্র-জনতা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
স্বারকলিপিতে স্বাক্ষর করেন মনিরুজ্জামান, সোহেল সাজ্জাদ, মোঃ ইসতিয়াক, আব্দুল মান্নান, রাব্বি রুহুল, শান্ত, সৈকত প্রমুখ।