শনিবার , ১৩ মার্চ ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

অন্ধ হয়েও ভিক্ষাবৃত্তি নয়-বদনা বাজিয়ে সংসার চলে রাণীশংকৈলে আসাদুলের

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১৩, ২০২১ ৪:৪১ অপরাহ্ণ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:-

হাতে নীল রঙের বদনা, একটি রডে হ্যান্ড মাইক দাড়ানো অবস্থায়, নিজেও দাড়িয়ে বিভিন্ন ছন্দের সাথে তাল মিলিয়ে গান শোনাচ্ছেন অন্ধ আসাদুল। চারপাশে বেশ ভিড় জমিয়েছে বাজারের লোকজন শ্রোতারা। মনযোগ ভরে শুনছে তার গান।

গান শুনে মুগ্ধ হয়ে কেউ ২ টাকা, কেউ ৫ টাকা কেউবা ১০ টাকা দিচ্ছেন পাশে পাতানো গামছায়। প্রায় ঘন্টা খানেক গান শোনাবার পর স্থান ত্যাগ করে অন্যস্থানে একই কায়দায় গান শোনানোই এখন তার পেশা। জন্মের পর থেকে অন্ধ হলেও ভিক্ষাবৃত্তি পেশাকে বেছে নেননি আসাদুল।

সম্প্রতি রাণীশংকৈল উপজেলার বিভিন্ন হাট বাজারে গান শোনানোর সময় তার সাথে কথা হয়। তিনি জানান, তার বাড়ী ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের বগলাডাঙ্গী বাজারে। জন্মের পর থেকে অন্ধ আসাদুল। কোন আয় রোজকার না থাকায় বদনা বাজিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন।

আগ্রহ ভরে আসাদুল জানান, তার বাড়ীতে দুটো কন্যা সন্তান ও আনোয়ারা নামে স্ত্রী রয়েছে। অভাবের সংসারের ভার তার ঘাড়ে। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের বিভিন্ন হাট-বাজারে বদনা বাজিয়ে গান শুনিয়ে চলে তার সংসার।

আসাদুলের ইচ্ছা তার দু’মেয়েকে পড়ালেখা শিখিয়ে মানুষ বানাবে। পাত্রস্থ করবে সুপাত্রের হাতে। এছাড়াও নিজের স্ত্রী’র বেশ কিছু স্বপ্ন পুরণ করতে পারেননি অভাবের তাড়নায়। সেগুলো বাস্তবায়ন করার ইচ্ছাও রয়েছে তার।

আসাদুল জানান, তার প্রতিদিন ৫-৬’শ টাকা আয় হয় গান শুনিয়ে। তবে প্রাকৃতিক দুর্যোগ ও করোনাকালীন সময়ে খুব খারাপ সময় কেটেছে তার।

গান শোনার রাণীশংকৈল পৌর বাজারের অনেকেই তার প্রশংসা করেছেন। তারা জানান, মানুষ এমনিতেই ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয়। যাদের শরীর ভালো আছে, কাজ করতে পারবে তারাও এখন ভিক্ষা করছে। অথচ আসাদুল অন্ধ হওয়া স্বত্ত্বেও ভিক্ষা করেননি। এতে বোঝা যায় ভাল মনের মানুষ সে। তার মধ্যে অনেক প্রতিভা রয়েছে।

রাণীশংকৈল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ জানান, আমরা আসাদুলের খোঁজ খবর নিচ্ছি। যদি প্রতিবন্ধী ভাতা না হয়। তাহলে উপজেলা সমাজসেবা অফিসারকে বলে তার প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যদের প্রতিবাদ সভা ।

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মার্কেটিং অফিসারের কারসাজিতে বিপাকে ডিলার !

মাথায় লাঞ্ছনা নিয়ে বয়ে বেড়াচ্ছে স্বাধীনতার ৫১ বছর যুদ্ধ শিশু স্বীকৃতি পেতে চাই মজিবর রহমান

হরিপুরে বাবাকে মারপিট, ছেলে কারাগারে

হরিপুরে বাবাকে মারপিট, ছেলে কারাগারে

হাবিপ্রবিতে বর্ণিল আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

ঠাকুরগাঁওয়ে রঙিন মাছ চাষে সফল মর্তুজা !

সেতাবগঞ্জে করোনায় ১ জনের মৃত্যু

রাণীশংকৈলে হঠাৎ বেড়েছে কলার দাম

আটোয়ারীতে ৪৯ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়াপ্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর পুরস্কার বিতরণ

লকডাউনে ভারতে ধনীদের ৩৫ শতাংশ সম্পদ বৃদ্ধি, বেকার বেড়েছে লক্ষাধিক।। বিস্তারিত জানতে টাচ করুন