মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় মোঃ শাকিব ইসলাম (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ (বামনদীঘি) এলাকার মোঃ সহিদুল ইসলামের একমাত্র ছেলে। জানা গেছে, রবিবার বেলা প্রায় সাড়ে ১১ টার সময় উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিব ইসলাম অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালিয়ে ফকিরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। পল্লীবিদ্যুৎ মোড়ে এসে পৌঁছালে সামনে অটোরিক্সা দেখে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। মোটরসাইকেল সহ শাকিব পাকা রাস্তার উপর পড়ে ছেঁছরে গিয়ে অটো রিক্সায় ধাক্কা লেগে মাথা সহ সর্বাঙ্গে গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষনিক শাকিবকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর প্রায় ১টার দিকে শাকিবের মৃত্যু হয়। পরিবার সূত্রে জানাগেছে, শাকিব দুই বছর আগে বিয়ে করেছে। সে ৯ মাস বয়সী একটি পুত্র সন্তানের বাবা হয়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া মোটরসাইকেল দুর্ঘনায় শাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এব্যাপারে আটোয়ারী থানায় একটি ইউডি মামলা হয়েছে।