“মর্যাদাপূর্ণ বার্ধক্যঃ বিশ্বব্যাপী পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ” -এই শ্লোগানকে সামনে রেখে ১ অক্টোবর ৩৪তম প্রবীণ আর্ন্তজাতিক প্রবীণ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং জেলা সমাজসেবা দপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসকের চত্বর অস্থায়ী কার্যালয়ে প্রবীণ সংঘের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এমএ জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মোঃ ময়নুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা দপ্তরের সহকারী উপ-পরিচালক মোঃ মুনির হোসেন, সমিতির সহ-সভাপতি অধ্যাপক ইসমাঈল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ। স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। মুক্ত আলোচনায় আলোচনা করেন সর্দার শফিউল আলম, ডাঃ মুহা: শহিদুল্লাহ, ডাঃ মোঃ আলতাফ হোসেন, সদস্য সুলেখা বেগম, খালেক চিশতি, সুর্বণা বেগম, প্রকৌঃ মহিউদ্দীণ আলমগীর, মোঃ জোবায়ের আলী জুয়েল ও সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ তাইজুল ইসলাম। বক্তারা বলেন, সিনিয়র সিটিজেন হিসেবে প্রবীণদের সকল সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। প্রবীণদের জন্য পৃথক মন্ত্রনালয় আমরা দীর্ঘদিন ধরে দাবী করে আসছি, তা অচিরেই মেনে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা বরাবর আকুল আবেদন করছি। যে সমস্ত প্রবীণরা ইতিমধ্যে সরকারী ভাতা ভোগ করছেন তাদের ভাতা বৃদ্ধি ও নতুন করে প্রবীণদের ভাতার আওতায় আনতে হবে। প্রবীণদের অভিজ্ঞতার আলোকে দেশের উন্নয়নের কাজে তাদের মূল্যায়ন করতে হবে। মনে রাখবেন, প্রবীনরা সমাজের বোঝা নয়- সম্পদ। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন অফিস সচিব মোঃ তোজাম্মেল হক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রবীণ সদস্য একেএম মেহেরুল্লাহ বাদল।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ”মর্যাদাপূর্ণ বার্ধক্যঃ বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে র্যালি, আলোচনা সভা, নগদ সহায়তা ও চারা রোপণের মধ্য দিয়ে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৪ পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত প্রকল্প- কারিতাস দিনাজপুর অঞ্চলের আয়োজনে এ দিবস পালিত হয়। এতে উপজেলার উন্নয়ন কমিটির সভাপতি স্বজল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক রফিকুল ইসলাম।
আলোচনা সভায় কারিতাসের এসডিডিবি প্রকল্পের এনিমেটর আসুন্তা হেম্ব্রম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, কারিতাস দিনাজপুর অঞ্চলের ওসমানপুর ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ইনচার্জ সিলভিয়া রোজারিও, ছয়ঘট্টি দাখিল মাদ্রাসার সুপার আলতাফ হোসেন, আরসিএইচডিপি প্রকল্পের সহকারী মাঠ কর্মকর্তা তারামনি টপ্য প্রমুখ। এ সময় বক্তারা প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, পরিচর্যা ও সেবা সহায়তা বিষয় নিয়ে আলোচনা করেন। পরে প্রধান অতিথি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে মোবাইল সার্ভিসিং, কম্পিউটার ও দর্জি প্রশিক্ষণ বাবদ নগদ ৩৭ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে দিবসটি উপলক্ষে প্রবীণ ব্যক্তি, নারী ফোরাম ও উন্নয়ন কমিটির প্রতিনিধিগণের অংশগ্রহণে একটি র্যালি বের হয়।শেষে অতিথিদেরকে সাথে নিয়ে উপজেলা পরিষদ মাঠে গাছের চারা রোপণ করা হয়।