কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ বঙ্গাব্দ পহেলা বৈশাখ পালন উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে গরুর গাড়ি, ব্যান্ড পাটির বাজনা বাজিয়ে ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রী এবং সুধিজনের অংশগ্রহণে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করেন। উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন প্রতযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ভাতের আয়োজন ও এক আলোচনা সভা উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্থানীয় সুধি জনেরা বাংলা নববর্ষকে বরণ করে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনসহ অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালিত হয় এ উপজেলায়।