কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে ইউএনও’র বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন। তিনি নিয়মিত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত দূর্গামন্ডপ পরিদর্শন করেছেন এবং মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে পূজা মন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে খোঁজ-খবর নিতে দেখা যাচ্ছে। পূজা শুরুর আগে থেকেই ইউএনও পূজা মন্ডপে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মন্ডপ কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুধীজন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিমও সভা সমাবেশের মতো কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিনি উপজেলার প্রতিটি দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনের পাশা-পাশি পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে পূর্জা সংক্রান্ত বিষয়ে সুবিধা-অসুবিধার খোঁজ-খবর নিতে দেখা যাচ্ছে। পূজামন্ডপ পরিদর্শনের সময় ইউএনও’র সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দীন। এবার অত্র উপজেলার ছয়টি ইউনিয়নে একশতটি দূর্গা পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।