পার্বতীপুর (দিনাজপুর)- দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ি (দিনাজপুর-৫) আসনে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন এবার পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আব্দুল গফুর। আজ শনিবার সকাল ১০ টায় জাতীয় পার্টি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে লিখিত বক্তব্যে এই ঘোষণা দেন তিনি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচন করবেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলণে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মার্শাল এম আনসারুল আজাদ, রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক, ৭ নং মোস্তফাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি গিয়াস উদ্দীন, পার্বতীপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবাহয়ক জীবন কুমার পাল সহ ১০ ইউনিয়নের নেতা-কর্মী বৃন্দ।