হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসএসসি ৯৯ ব্যাচের আয়োজনে পারিবারিক মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মিলন মেলা উপলক্ষে হরিপুর মহিলা কলেজ মাঠে দিনব্যাপি খেলা ধুলাসহ বনভোজন এর আয়োজন করা হয়। এসএসসি ৯৯ ব্যাচের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে যেনা পারিবারিক মিলন মেলায় পরিণত হয়।
পরে বিকালে অনুষ্ঠানের খেলা ধুলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম। উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ৯৯ ব্যাচের সদস্য কবিরুল ইসলাম কবির,সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, এসএসসি ৯৯ ব্যাচের সদস্য সামশুল হুদা, এড. ইব্রাহীম, ইউসুফ আলী, সুদীপ্ত মজুমদার রিটু, নাহিদ চৌধুরী নবাব, মাসুদ রানা চৌধুরী, সাহনেওয়াজ, তোফাজ্জুল হোসেনসহ সকল সদস্য।