বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসারদ্বয়ের বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিস কার্যালয় আলোচনা সভা কক্ষে বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান হয়।
বীরগঞ্জ উপজেলার নবাগত সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. ফজল ইবনে কাওছার আলীকে বরণ করেন এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হিমেল চন্দ্র রায়কে বিদায় সংবর্ধনা দেন কর্মচারী, লিফ, মৎস্যচাষী ও মৎস্যজীবিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা খামার ব্যবস্থাপক (মৎস্যবীজ উৎপাদন খামার) মো. শামসুজ্জামান শাহিন, মৎস্যচাষী নরেন দাস, মৎস্যচাষী মো. আরিফ হোসেন।
শেষে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মৎস্যচাষী, লিফবৃন্দ ও উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতি। এসময় মৎস্যচাষী মাসুদ আলম, সিদ্দিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।