শনিবার ঈদগাহবস্তি পুলিশ লাইন রোডস্থ অনন্যা সংস্থার আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদের (২০২১-২০২২) অর্থ বছরের অনুদান হিসেবে অনন্যা সংস্থার প্রতিবন্ধী উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়। অনন্যা সংস্থার সভাপতি বিলকিস আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা কার্যালয় দিনাজপুরের সমন্বয় পরিষদের সভাপতি মোঃ বজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনন্যা সংস্থার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ (অবঃ) এম.এ জব্বার, উপদেষ্টা কাশী কুমার দাস, নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামান, সঞ্চালকের দায়িত্ব পালন করেন অনন্যা সংস্থার কোষাধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম। বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে পারলে তারাও উন্নয়নের অংশিদার হতে পারে। প্রধান অতিথি মোঃ মাইনুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয় সমন্বয় কল্যাণ পরিষদের (২০২১-২০২২) অর্থ বছরের অনুদানে দিনাজপুর জেলার ২৬টি সংস্থাকে মোট ৫ লাখ ২০ হাজার টাকা অনুদান দিয়েছে। এ টাকা দিয়ে প্রতিবন্ধীসহ জীবন দক্ষতার মান বৃদ্ধির লক্ষ্যে সংস্থাগুলো ব্যয় করবে।