কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক এক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর’ ২৪) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন, উপজেলা সহকারী আইসিটি অফিসার মোঃ আফিজার রহমান, উপজে ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিপিএফ) হেলেনা খাতুনসহ উপজেলার পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন এনজিও’র শাখা ব্যবস্থাপক ও প্রতিনিধিরা কর্মশালায় অংশ গ্রহণ করে তাদের চিহ্নিত গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।