রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে দু’ধারের শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো সড়ক ও জনপথ বিভাগ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৩, ২০২৪ ১০:৪৮ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পঞ্চগড় সড়ক বিভাগ।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার জগদল বাজার থেকে শুরু করে পঞ্চগড় জেলা শহর পর্যন্ত পর্যন্ত প্রায় দশ কিলোমিটার মহাসড়কের দু’ধারের শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় তারা। পঞ্চগড় জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি, সড়ক ও জনপথ বিভাগের পঞ্চগড় কার্যালয়ের উপ বিভাগীয় প্রকৌশলী মোতাহার আলীসহ কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের দু’ধারে বিভিন্ন হাট বাজার এলাকাসহ যত্রতত্র মহাসড়কের জায়গা দখল করে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা গড়ে তোলো প্রভাবশালীরা। এতে করে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনায় প্রানহানীর ঘটনা ঘটছে। এ সকল অবৈধ স্থাপনা সরাতে এর আগে বার বার নোটিশ করা হলেও তারা তাদের স্থাপনা সরিয়ে নেয়নি।
সড়ক ও জনপথ বিভাগের পঞ্চগড় কার্যালয়ের উপ বিভাগীয় প্রকৌশলী মোতাহার আলী বলেন, পঞ্চগড়-বাংলাবান্ধা মহসড়কের পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি কয়েক শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। এ সকল স্থাপনা সরাতে কয়েকদিন ধরে নোটিশসহ মাইকিং করা হয়েছে। এরই মধ্যে কেউ কেউ তাদের স্থাপনা সরিয়ে নিয়েছে। আর যারা নির্দেশনা মানেন নি, তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ উচ্ছেদ অভিযান শুরু করা হল। পর্যায়ক্রমে এই মহাসড়কের দু’পাশে বাকি অবৈধ স্থাপনা সরাতে অভিযান পরিচালনা করা হবে।
পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে জগদল বাজার, ব্যারিস্টার বাজারসহ শহরে এই অভিযান পরিচালনা করা হয়। এতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন !

পীরগঞ্জে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বীরগঞ্জে তাঁতী লীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শীতের আগমন ঠাকুরগাঁওয়ে লেপ-তোষক বানাতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা !

রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ শুরু

রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ শুরু

বঙ্গবন্ধু কন্যা ইসলামের খেদমতে নিবেদিত প্রাণ -হুইপ ইকবালুর রহিম এমপি

শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে জমি সংক্রান্ত সালিশে মারপিট, বৃদ্ধর মৃত্যু

বীরগঞ্জে পল্লীশ্রীর উদ্যোগে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত