মঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ৩১, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর)প্রতিনিধি ॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন। দেশ আজ উন্নয়নের মহাসড়কে ধাবমান। এ ধারা অব্যাহত না রাখলে দেশ বিগত দিনের ন্যায় পিছিয়ে যাবে। তিনি আরও বলেন,দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকারে আসার পরে তাদের জীবনমান উন্নয়নের জন্য এবং তাদের মূল স্রােতধারায় সম্পৃক্ত করার জন্য সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রোববার (২৯ জানুয়ারি ২০২৩) সন্ধ্যায় বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে বীরগঞ্জ উপজেলা হিন্দু- বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদ,উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা ব্রাহ্মণ সংসদ এর যৌথ উদ্যোগে ১৬০ জন গরীব অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা হিন্দু -বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান ঐক‍্য পরিষদ দিনাজপুর জেলা শাখা সভাপতি সুনীল চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখা সভাপতি ও জেলা প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকশিও বাচ্চু, বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন সিং। এ-সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.নুর ইসলাম নুর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.শামীম ফিরোজ আলম, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.ইয়াসিন আলী, রাজ দেবোত্তর ট্রাস্টের সদস্য বিমল চন্দ্র দাস, বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি গিরজা নাথ দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মহেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক গোপাল দেব শর্ম্মা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ -খ্রিস্টান – ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়,বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ উপজেলা শাখার সভাপতি কার্তিক ব্যানার্জী,কাহারোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম নবী দুলাল,বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ, সহ-সভাপতি বিকাশ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে টার্গেট করেই গ্রেনেট বিস্ফোরন ঘটিয়েছিল ঘাতকরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

তারুন্যের মেলায় দিনাজপুরে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ শুভসংঘের

সরিষার গ্রামে মধুর চাষ

বীরগঞ্জে আলোর পথে ফাউন্ডেশনের সহযোগিতায় হাসপাতাল থেকে নিজ গৃহে ফিরলো বৃদ্ধ আঃগনি

১৫ আগস্ট উপলক্ষে রাণীশংকৈল উপজেলার কৃষক লীগের মিলাদ-মাহফিল

পীরগঞ্জে ব্যবসায়ীর গলা কাঁটা লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে “রাস্তায় গাড়ি আটকিয়ে হাতি দিয়ে চাঁদাবাজির সময় আটক, মাহুতদের কারাদণ্ড

হামরা বীরগঞ্জিয়া উপজেলা ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

২৮ জানুয়ারির মধ্যেই এইচএসসি’র ফল প্রকাশ’

মানব সেবার এ স্বপ্ন দেখতেন বীরগঞ্জের চক্ষু বিশেষজ্ঞ এম এ লতিফ