বীজ প্রত্যয়ন অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ জয়নাল আবেদীন বলেছেন কাঙ্খিত ফলনের জন্য প্রয়োজন মানসম্মত বীজ। কৃষকদের মাঝে ভালো বীজ সরবরাহ করলে ফসল উৎপাদনে সহায়ক ভুমিকা রাখতে পারে। পরিচালক বলেন ফসল উৎপাদন বৃদ্বি করতে হলেও বীজের মান নিয়ন্ত্রন করতে হবে। এ কাজে বীজ প্রত্যয়ন এজেন্সী মূল ভুমিকা রাখছে। জাতীয় বীজ নীতির আলোকে ফসলের বীজের উচ্চমান নিশ্চিত করনে বীজ প্রত্যয়ন অদিদপ্তর বদ্ধপরিকর।
তিনি বলেন বীজ আমদানী বা রপ্তানীর ক্ষেত্রেও মান নিয়ন্ত্রন করা হবে। আমাদের লক্ষ্য কৃষকরা যেন বীজ নিয়ে প্রতারিত না হন।
রোববার দিনাজপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসের আয়োজনে মান সম্মত বীজ উৎপাদন,সংরক্ষন ও বিতরন এবং সমন্বিত বাজার মনিটরিং শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন।
জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ মনজু আলম সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আঞ্চিলিক বীজ প্রত্যয়ন অফিসার রংপুর অব্জল মোঃ সফিকুল ইসলাম ,কৃষিবিদ শওকত হোসেন, কৃষিবিদ তাজমির আহমেদ ।
আলোচনায় রংপুর বিভাগের ৮ জেলার বীজ প্রত্যয়ন অফিসার ও বিএডিসির কর্মকতা, কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকতা,বীজ উৎপাদনকারী কৃষক ,বীজ ডিলার ও ষ্টেকহোল্ডাররা।