কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে ক্ষুদ্র নৃ-ত্বাত্তি¡ক জনগোষ্ঠীর শিক্ষার্থী ও ভিক্ষুকের মাঝে অনুদানের চেক বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে গত ২০ নভেম্বর’২৪ সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রাজুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনাসভা ও অনুদানের চেক বিতরণ করা হয়। এতে প্রধান ছিলেন উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জিয়াউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, উপজেলা আইসিটি প্রোগ্রামার মোঃ আফিজার রহমান সহ অন্যান্যরা। জানাযায়, সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ক্ষুদ্র নৃ-ত্বাত্তি¡ক জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ৭২ জন শিক্ষার্থীদেরকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা ও ভিক্ষুক কর্মসূচীর আওতায় ১ জন ভিক্ষুককের মাঝে ১টি দোকান এবং ২টি ছাগল বিতরণ করা হয়েছে।