শনিবার , ২০ নভেম্বর ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিবৃতি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২০, ২০২১ ৬:৫৬ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউপিতে বিগত নির্বাচনে নৌকা মার্কার মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা এর বিরুদ্ধে একের পর এক অপপ্রচারে লিপ্ত রয়েছে স্থানীয় একটি স্বার্থান্বেশী কুচক্রী মহল। শতগ্রাম ইউনিয়ন বিএনপি’ এর সাবেক কমিটিতে গোলাম মোস্তফাকে ১নং উপদেষ্টা বানিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ২০ নভেম্বর শনিবার দুপুরে সাংবাদিকদের এক বিবৃতিতে মোঃ গোলাম মোস্তফা জানান, তিনি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। অদ্যবধি আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে বিগত ইউপি নির্বাচনে তৃণমূল ভোটের মাধ্যমে দলীয় মনোনয়নে নৌকা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এবারও ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার প্রতি ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগের একজন পরিক্ষিত নেতাকে বিএনপির উপদেষ্টা হিসেবে সোস্যাল মিডিয়া ফেসবুকে বারংবার অপপ্রচার চালিয়ে যাওয়ায় গোলাম মোস্তফা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া অপর এক সাক্ষাৎকারে ৩ নং শতগ্রাম ইউনিয়ন বিএনপি’ র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের জানান, তিনি( সিদ্দিক) একসময় বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই। তার নাম,পদবী ও সাক্ষর জাল-জালিয়াতি করে গোলাম মোস্তফা কে বিএনপির উপদেষ্টা হিসেবে মিথ্যা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে যা আদৌও সত্য নয় এবং মোস্তফা স্যার কখনোই বিএনপির সাথে যুক্ত ছিলেন না। প্রকাশ থাকে,ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আদর্শ প্রধান শিক্ষক গোলাম মোস্তফা দায়িত্ব পালনকালে বিভিন্ন জনসংগঠন,যেমন জাতীয় মানবাধিকার সোসাইটি কর্তৃক প্রদত্ত মানবাধিকার সম্মেলন ২০১৬, বাংলাদেশ ওয়ালফেয়ার ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত বঙ্গবীর জেনারেল ওসমানী গোন্ডেন এ্যাওয়ার্ড -২০২০,স্বাধীনতার সংসদ বাংলাদেশ কর্তৃক প্রদত্ত বিজয় দিবস সন্মাননা ২০১৯, ২০১৬ সালে উপজেলা পর্য়ায়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার গুনগত মান উন্নয়ন সহ জেএসএসি ও এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল সৃষ্টি করায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেকায়েব থেকে প্রতিষ্ঠানকে সনদ ও এক লক্ষ টাকা পুরস্কার প্রদান করেন। উপজেলা পর্যায়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ ফলাফল অর্জন করায় মাস্তুরা গ্রুপ বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন স্বারক ২০১২ সহ আরো অন্যান্য সম্মাননা পদক লাভ করেছেন। মোট কথা শিক্ষা নীতিতেও যেমন তিনি আদর্শ শিক্ষক হিসেবে সুখ্যাতি পেয়েছেন তেমনি আওয়ামী লীগের তৃণমূল রাজনীতিতেও আদর্শ একজন নেতা ও সমাজসেবক হিসেবে বিশেষ উপাধি অর্জন করেছেন গোলাম মোস্তফা। বিগত ইউপি নির্বাচন তিনি নৌকা মার্কা নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নে প্রতিদ্বন্দিতা করেছেন। ১ম বার চেয়ারম্যান হতে না পারলেও তিনি রাজনৈতিক হাল ছাড়েননি। আসন্ন ইউপি নির্বাচন -২০২১ উপলক্ষ্যে তার সাথে একান্ত আলাপচারিতায় জানা যায়,এবারও তিনি দলীয় মনোনয়নে নৌকা মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চান এবং শতভাগ বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে “কম্পিউটেশন অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

শেখ হাসিনার নেতৃত্বে প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে প্রগতিবাদীদের রুখে দাঁড়াতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রত্যয় স্ক্রিম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে হাবিপ্রবিতে দ্বিতীয় দিনের কর্মবিরতি

পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিজিবি দিবস উদযাপন

পীরগঞ্জে ৮’শ ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইমাম গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে রাসায়নিক উপকরণের অভাবে ১ বছর ধরে অকেজো রক্ত পরীক্ষার মেশিন !

প্রকৃত দেশপ্রেমিক হতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে ফিলিস্তিনে ইসরাইলী হামলা প্রতিবাদে পীরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

তেঁতুলিয়ায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘ভাষণ’ মঞ্চস্থ

দিনাজপুরে জেলা আনসার ও ভিডি পি’র উদ্যোগে সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ