শুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কাহারোলে চার কর্মকর্তার বদলি ও একজন অবসরে যাওয়ায় সংবর্ধনা প্রদান

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২৯, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে চার জন সরকারি কর্মকর্তার বদলি ও এক জন কর্মকর্তা অবসরে যাওয়ায় সংবর্ধনা প্রদান এবং এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলায় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে গত ২৮ নভেম্বর‘২৪ বৃহস্পতিবার বেলা ২ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চারজন সরকারি কর্মকর্তা বদলি ও এক জন সরকারি কর্মকর্তা অবসরে যাওয়ায় এ উপলক্ষে এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম। সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভ‚মি) মোঃ বোরহান উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সফরাজ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীষ, উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ, কাহারোল থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রুহুল আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শাহীন রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল ইসলাম প্রমুখ। জানা যায়, অত্র উপজেলা থেকে অন্য উপজেলায় বদলি হওয়া চার কর্মকর্তারা হলেন, উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম (হেলাল), উপজেলা আইসিটি অফিসার মোঃ আফিজার রহমান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মোঃ আলাউল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা নিত্যানন্দ রায় ও এক জন অবসর প্রাপ্ত কর্মকর্তা হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজমল হক।

সর্বশেষ - ঠাকুরগাঁও