দিনাজপুর রোটারী ক্লাবের ইফতার মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের গণেশতলাস্থ মার্টিন চাইনিজ রেঁস্তোরায় দিনাজপুর রোটারী ক্লাবের ইফতার মিটিং-এ ২০২৩-২০২৪ রোটারী বর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ খাদিজা নাহিদ ইভার সভাপতিত্বে ও আয়োজনে বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারী রোটারিয়ান মোঃ আরিফুর রহমান আরিফ, রোটারিয়ান পিপি ডাঃ আইএফএম শহিদুল ইসলাম খান, রোটারিয়ান পিপি তৈয়ব উদ্দীন চৌধুরী, রোটারিয়ান পিপি শাহ্ মোঃ মমিনুল ইসলাম, রোটারিয়ান পিপি দিলরুবা চৌধুরী, রোটারিয়ান ডাঃ ওয়াহিদা বেগম, রোটারিয়ান পিপি দিব্যেন্দু ভৌমিক কাজল, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোঃ নুরনবী সরকার, প্রেসিডেন্ট নমিনী রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন, রোটারিয়ান মোঃ চাঁদ আলী, রোটারিয়ান নুরশেদ আহমেদ ভুঁইয়া, রোটারিয়ান পারভেজ আলম প্রমুখ। এসময় রোটারি ক্লাবের সদস্যদের পরিবারবর্গ এতে অংশ নেন।