কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে সাড়ে ১২ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে থানা পুলিশ। দিনাজপুরের কাহারোল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রুহুল আমিন জানান, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের গড়নূরপুর গ্রামের ফারুক মুন্সির স্ত্রী মোছাঃ রিমু বেগম(৫৪)কে গত বুধবার ৪ ডিসেম্বর’২৪ দিবাগত রাতে নিজ বাড়ী থেকে সাড়ে ১২ কেজি গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে।এ ব্যাপারে পুলিশ মাদকসহ আটক স্ত্রী ও স্বামী মোঃ ফারুক আহমেদ সহ ২ জনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। কাহারোল থানা মামলা নং-২, তারিখ,৫ ডিসেম্বর’২৪ ইং। পুলিশ আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন।